চবির শেখ হাসিনা হলের অফিসে তালা, ৭ দাবি

এক ঘণ্টা পর প্রভোস্টের আশ্বাসে সরে গেল শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি | শুক্রবার , ৫ আগস্ট, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

লাইব্রেরি চালু করা, নিয়মিত বাথরুম পরিষ্কার রাখা, নোংরা পানি সরবরাহ বন্ধ ও আবাসিক হলে ময়লা পানি সরবরাহ বন্ধসহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলের অফিস কক্ষে তালা দিয়েছেন হলের ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। ঘণ্টা খানেক পর হল প্রভোস্টের আশ্বাসে তালা খুলে দেন ছাত্রীরা।

দাবিগুলো হলো- দুই কর্মদিবসের মধ্যে হলের বর্ধিত অংশ খুলে দেওয়া, নতুন কর্মী নিয়োগ, লাইব্রেরি চালু করা, নিয়মিত বাথরুম পরিষ্কার রাখা, নোংরা পানি সরবরাহ বন্ধ ও স্টাফদের নির্দিষ্ট পোশাক নির্ধারণ করা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, হলে টয়লেটের পরিবেশ ভালো না। এ ছাড়া পর্যাপ্ত কর্মী নিয়োগ না দেওয়ায় হলের ভেতরে সব সময় ময়লা আবর্জনা থাকে।

আমাদের দাবিগুলো কর্তৃপক্ষ মেনে নেওয়ায় আমরা অফিস কক্ষের তালা খুলে দিয়েছি। জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম রেজাউর রহমান বলেন, হলের ছাত্রীদের সমস্যাগুলো আমি নিজেই তদারকি করি। তাদের যৌক্তিক দাবিগুলো আমরা শুনেছি। এ বিষয়ে উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে মেয়েদের এ দাবিগুলো বাস্তবায়ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিএতে এক বছরেও হচ্ছে না লাইসেন্সের ধরন পরিবর্তন
পরবর্তী নিবন্ধসৈকতে মরা জেলিফিশ ভেসে আসার কারণ কী