চবির শাটলের ছাদ থেকে পড়ে আহত শিশু

চবি প্রতিনিধি | বুধবার , ২৩ মার্চ, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে ফয়সাল (৯) নামে এক শিশু আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শহর থেকে ক্যাম্পাসগামী ট্রেনটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে ঘটনা ঘটে। এসময় শিশুটির চোখ ও মাথায় আঘাত পায়। পরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকানুল আলমসহ কয়েকজন শিশুটিকে রিকশা করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তাকে পাঠিয়ে দেওয়া হয়। ফোরকানুল আলম আজাদীকে বলেন, ছেলেটি পত্রিকা বিক্রি করে। ষোলোশহর থাকে। ছাদ থেকে নামতে গিয়ে পড়ে মাথা ও পায়ের তালুতে আঘাত পায়। দুইটি সেলাই দিতে হয়েছে। পরে তাকে তার বন্ধুদের সাথে শহরে পাঠিয়ে দেওয়া হয়।
চবি মেডিকেলের অফিসার ডা. ফারহানা ইয়াসমিন বলেন, একটা শিশু শাটলের সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছে। শিশুটির কপাল ও পায়ের তালু ফেটে গেছে। শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস গড়ার ম্যাচ আজ
পরবর্তী নিবন্ধঅনেকেই সেরে নিচ্ছেন আগাম কেনাকাটা