চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করে কমিটি বর্ধনের দাবিতে আন্দোলন করেছে পদবঞ্চিতরা। তিন দাবিতে আন্দোলনে একাট্টা হয়েছে শাখা ছাত্রলীগের সাতটি উপ গ্রুপ। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে টায়ার জ্বালিয়ে অবস্থান করে তারা। এতে আটকে পড়েন শহরগামী শিক্ষকরা। বিঘ্ন ঘটে চলাচলে।
গতকাল রবিবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের
জিরো পয়েন্টে মূল ফটকের সামনে এ আন্দোলন শুরু হয়। ঘণ্টাখানেক পর ফটক খুলে দেওয়া হয়।
আন্দোলনকারীদের দাবি- পদবঞ্চিতদের মূল্যায়ন করে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ। কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদগুলোর পুনঃমূল্যায়ন এবং কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের পদবঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বিক্ষুব্ধ উপগ্রুপগুলো মানববন্ধন কর্মসূচি পালন করে। গ্রুপগুলো হলো- ভিএঙ, বাংলার মুখ, রেড সিগন্যাল, একাকার, কনকর্ড, এপিটাফ ও উল্কা। এর আগে গত ১০ আগস্ট সংবাদ সম্মেলন করে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর প্রতি অনাস্থা জানান ৯৪ জন পদধারী নেতা। এ নিয়ে ভিএঙ গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, আমরা এ সব আন্দোলনের মাধ্যমে সতর্কবার্তা দিচ্ছি। দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে। আমরা চাই আমাদের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় কমিটি বিষয়গুলো সমাধান করবে। সংগঠনে আমাদের অধিকার আছে।