চবির পঞ্চম সমাবর্তন মার্চে : উপাচার্য

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন ২০২৩ সালের ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম সপ্তাহে হবে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তিনি বলেন, রাষ্ট্রপতির সাথে আমাদের আগামী মাসে দেখা করার কথা রয়েছে। তাঁর সিডিউল অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চের শুরুতে সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে। এই লক্ষ্যে কাজ চলছে আমাদের। তিনি বলেন, আমরা সমাবর্তনের বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আশা করছি নির্ধারিত সময়ে এটি সম্পন্ন করতে পারবো।
গতকাল
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৫৬তম দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় উপস্থিত ছিলেন, চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া প্রমুখ।
জানা যায়, বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৬ বছরে মাত্র ৪ বার সমাবর্তন হয়েছে। প্রতিষ্ঠার ২৮ বছর পর ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন হয়। পরে ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং ২০১৬ সালে সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধগাড়ির চাকা চুরির মামলায় কারাগারে শ্রমিক নেতা
পরবর্তী নিবন্ধপ্রকৃতির কোলে শাটলের ক্যাম্পাস