চবির ‘ডি’ ইউনিটে পাসের হার ৩৩%

চবি প্রতিনিধি | রবিবার , ২৮ মে, ২০২৩ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৩২ দশমিক ৮৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে ফলাফল দেখা যাচ্ছে।

এবারের ‘ডি’ ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩৯ হাজার ৭৭০জন। এর মধ্য থেকে পাশ করেছেন ১৩ হাজার ৩৫৫ জন। বাকি ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী পাশ করতে পারেননি। ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ ও ২৩ মে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ১০০ নম্বরের বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা হয়। জিপিএর ওপর যোগ করা হয় আরও ২০ নম্বর। মোট ১২০ নম্বরের ওপর ফলাফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপাষণ্ড বাবা কারাগারে
পরবর্তী নিবন্ধজন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা