চবিতে ক্লাস চলাকালে খুলে পড়ল সিলিং ফ্যান

চবি প্রতিনিধি | শুক্রবার , ২০ মে, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ক্লাস চলা অবস্থায় হঠাৎ একটি সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। ফ্যানের নিচে কেউ না থাকায় এতে কেউ আহত হয়নি। না হয় বড় বিপদ হতে পারতো বলে ধারণা শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানান, রমজানে ক্লাসরুমের সংস্কার কাজ হয়েছে, ইলেকট্রিক অনেক কাজ হয়েছে। সেই সময়ের কাজে কোনো গাফিলতির জন্য এমনটা হয়েছে বলে মনে করে তারা। অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সিফাতুল ইসলাম বলেন, আমাদের একটা মাত্র ক্লাস ছিল। সেজন্য শিক্ষার্থী উপস্থিতি কম ছিল। দুপুর একটার দিকে হঠাৎ ক্লাসরুমের শেষ দিকের কর্নারের ফ্যানটি খুলে পড়ে।
অর্থনীতি বিভাগের সভাপতি ড. মোদাব্বের আহমেদ বলেন, বিভাগের শ্রেণিকক্ষে একটা সিলিং ফ্যান খুলে পড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। কিছুদিন আগে আমরা রঙের কাজ করিয়েছিলাম। সেখান থেকে বা অন্য কোনোভাবে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টা দেখতে হবে ভালো করে।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার ওয়ার্ডে যুক্ত হচ্ছে আরো ১০ শয্যা
পরবর্তী নিবন্ধবিয়ের প্রলোভনে অনেকের সাথে ব্ল্যাকমেইল