চবিতে আজ পরীক্ষা দেবে ৯ হাজার ঢাবির ভর্তিচ্ছু শিক্ষার্থী

চবি প্রতিনিধি | শনিবার , ৬ মে, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

গতবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। সে হিসেবে চট্টগ্রাম বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। চবি কেন্দ্রে এবারে মোট ২৫ হাজার ১৫৫ জন ভর্তি পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। আজ আইন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবে ৯ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী। সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেওয়া হয়েছে অতিরিক্ত শাটল ট্রেন। অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবাসিক হল ও নির্মাণাধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেওয়া হয়েছে। জানা যায়, আগামী ১২ মে অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা যাতে ১০ হাজার ২৭ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করবেন। এর পরেরদিন ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৫ হাজার ২৯৫ জন ভর্তি পরীক্ষার্থী।

এ ব্যাপারে চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আগত শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণের করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য শাটল ট্রেনের বিশেষ শিডিউলের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা চলাকালীন সময় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড়ের পর এবার মৃদু তাপপ্রবাহের আভাস
পরবর্তী নিবন্ধআংশিক কমিটিতেই ১৪ মাস পার