চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৭:৩৬ অপরাহ্ণ

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইমতিয়াজ হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র, ৪৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
গতকাল প্রতীক বরাদ্দের দিনে দলীয় মনোনয়ন নিয়ে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান মেয়র মোঃ মাহাবুবুল আলম খোকা, বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মাহবুবুল আলম চৌধুরী, এলডিপির ছাতা প্রতীক পেয়েছেন এম. আইনুল কবির ও ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীক পেয়েছেন মোঃ ফারুক বাহাদুর। এছাড়া কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে অজয় দত্ত (ব্ল্যাক বোর্ড), মুহাম্মদ আবদুল করিম (টেবিল ল্যাম্প), মো. জাহেদুল ইসলাম (পাঞ্জাবী), মো. শাহেদুল ইসলাম (ডালিম), সুজন সরকার (পানির বোতল), সুলতান মঈনুদ্দিন মোরশেদ চৌধুরী (উটপাখি), ২নং ওয়ার্ডে আবদুস সবুর (উটপাখি), কেএম হামিদ উ্দ্দিন (পানির বোতল), মো. ইউছুপ (পাঞ্জাবী), মো. কামাল হোসেন চৌধুরী (ব্ল্যাক বোর্ড), মো. নুরুল ইসলাম (টেবিল ল্যাম্প), মো. মোজাম্মেল ইসলাম সোহেল (ডালিম), ৩নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দীন চৌধুরী (পাঞ্জাবী), মো. আনোয়ার হোসেন (উটপাখি), ৪ নং ওয়ার্ডে মো. আবদুল কাদের (ব্ল্যাক বোর্ড), মো. নাসির উদ্দীন (ডালিম), মো, মাসুদুর রহমান (উটপাখি), মো. গোলাম মোস্তফা (পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডে মো. নুরুল কবির (উটপাখি), মো. শাহ আলম (টেবিল ল্যাম্প), মো. সেলিম (ডালিম), সুবাস কান্তি বড়–য়া (পাঞ্জাবী), ৬নং ওয়ার্ডে আইয়ুব মিয়া (ব্রিজ), আবদুল হক (উটপাখি), মো. মাহাবুবুল কবির (পানির বোতল), মো. শাহাদাত হোসেন (পাঞ্জাবী), মো. ছৈয়দ (টেবিল ল্যাম্প), মোরশেদুল আলম (ডালিম), মো. ওমর ফারুক (ব্ল্যাক বোর্ড), সরওয়ার ইসলাম (গাজর), ৭নং ওয়ার্ডে আবু ছাদেক ( ব্ল্যাক বোর্ড), মো. ফরিদ আহমদ চৌধুরী (গাজর), মো. শওকত হোসেন (ডালিম), মো. মোজাম্মেল হক চৌধুরী (টেবিল ল্যাম্প), মো. ফারুক আলম (পাঞ্জাবী), মো. হেলাল উদ্দীন চৌধুরী (উটপাখি), ৮ নং ওয়ার্ডে আবদুল জলিল (টেবিল ল্যাম্প), কাজী মোহাম্মদ সেলিম (ব্ল্যাক বোর্ড), মো. আবদুর রহিম (উটপাখি), মো. আবু তৈয়ব (ডালিম), সিরাজুল ইসলাম (পাঞ্জাবী), ৯নং ওয়ার্ডে মামুনুল ইসলাম চৌধুরী (উটপাািখ), মুহাম্মদ সেকান্দার হোছাইন সোহেল (টেবিল ল্যাম্প), মো. খোরশেদ আলম সবুজ (ব্ল্যাক বোর্ড), মো. মোসলেম মিয়া (ডালিম), মো. আমিনুল হুদা চৌধুরী (পাঞ্জাবী), মো. লোকমান হাকিম (গাজর)। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে খোরশেদা বেগম (চশমা), শিরিন আকতার (আনারস), ৪, ৫, ৬ নং ওয়ার্ডে কহিনুর আকতার (চশমা), জান্নাতুল ফেরদৌস (টেলিফোন), জান্ন্তাুল ফেরদৌস মিনু (আনারস), সুমি বড়–য়া, (জবা ফুল), ৭, ৮, ৯ নং ওয়ার্ডে তাহেরা বেগম চৌধুরী (জবা ফুল), রাজিয়া বেগম (চশমা), হাছনারা বেগম (আনারস)।
চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, চন্দনাইশ পৌরসভা নির্বাচনে গতকাল ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের দিনে মেয়র পদে ৪, সংরক্ষিত আসনে ৯ ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জনসহ মোট ৬০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত
পরবর্তী নিবন্ধএগিয়ে নৌকার রেজাউল