চন্দনাইশে ২ চেয়ারম্যান ও ১ সদস্য প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ৯:২৮ অপরাহ্ণ

চন্দনাইশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ২ চেয়ারম্যান প্রার্থী ও ১ সদস্য প্রার্থীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৩ জানুয়ারি) উপজেলার বৈলতলী ও বরমা ইউনিয়নে পৃথক এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৈলতলী ও বরমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এসময় নির্বাচনী আচরণ বিধিমালা, ২০১৬ মোতাবেক ৮ ধারা ভঙ্গ করায় বৈলতলী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এসএম সায়েমকে ২ হাজার, বরমা ইউনিয়নের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম টিটুকে ১০ হাজার, বৈলতলী ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী আবুল কাশেমকে(তালা) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ২ চেয়ারম্যান পদপ্রার্থী ও ১ সাধারণ সদস্য পদপ্রার্থীকে ১৭ হাজার টাকা জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকরাই পারেন সমাজের পরিবর্তন আনতে
পরবর্তী নিবন্ধবেগম খালেদা জিয়া সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার