চন্দনাইশে তুচ্ছ ঘটনায় দুইজন আহত

এলাকার পরিস্থিতি থমথমে

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ১১:৪৯ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট এলাকায় পূর্বের ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে বলে জানা যায়।
স্থানীয়ভাবে জানা যায়, গত ৮ ডিসেম্বর বৈলতলী সিরাজ মার্কেট এলাকায় ডেবারকুল এলাকার এক দোকানদার ও দিঘীরপাড় এলাকার এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে মারামারির ঘটনা ঘটে। তখন ঐ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
পূর্বের সেই ঘটনার জের ধরে আজ রবিবার ইউনুচ মার্কেটে দিঘীরপাড় এলাকার নওশা মিয়া ও কায়সার নামে ২ ব্যক্তি আসলে একা পেয়ে ডেবারকুল এলাকার লোকজন তাদেরকে মারধর করে গুরুতর আহত করে।
আহতদের দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে মারধরের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দিঘীরপাড় এলাকার লোকজন ইউনুচ মার্কেট এলাকায় আসলে উভয় পক্ষই মুখোমুখি অবস্থান নেয়। এসময় দু’পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঘটনার সময় ইউনুচ মার্কেট ও সিরাজ মার্কেটের ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেয়।
খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে পুলিশ অবস্থান করলেও এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার জানান, গত ৮ ডিসেম্বরের ঘটনার জের ধরে বৈলতলী এলাকার দুই পাড়ার লোকজন উত্তেজিত হয়ে মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাত্র মিলন সংগঠনের কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি দেবে দক্ষিণ কোরিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়