চন্দনাইশে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

চন্দনাইশে ৩য় তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা গত ৮ নভেম্বর (শনিবার) উপজেলার পশ্চিম কানাইমাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া, চন্দনাইশ উপজেলা কার্যকরী সংসদ ও গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর (.) জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে পশ্চিম কানাইমাদারী দায়রা শাখার আয়োজনে এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিলেন হযরত মাওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (.)। প্রতিযোগিতায় চন্দনাইশের বিভিন্ন মাদরাসা থেকে কয়েকশ হাফেজে কুরআন অংশ নেন। এদের মধ্যে মোট ২০ জন হাফেজকে ইয়েস কার্ড দেয়া হয়। ইয়েস কার্ড প্রাপ্ত হাফেজরা আগামী ১৫ জানুয়ারি মাইজভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে গ্র্যান্ডফিনালে অংশ নিবেন। একইদিন এলাকার সাধারণ জনগণকে ফ্রি ব্লাড গ্রুপিংও করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মঞ্জুর মোরশেদ চৌধুরী, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দপ্তর সম্পাদক মাওলানা আবদুল করিম। এতে বক্তারা বলেন, এই প্রতিযোগিতা তরুণ হাফেজদের উৎসাহিত করবে এবং কুরআনের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধশহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা আজ
পরবর্তী নিবন্ধখুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ