চন্দনাইশে ‘আলোকিত সমাজ’ এর আত্মপ্রকাশ

| বুধবার , ২৫ মে, ২০২২ at ১১:১৯ পূর্বাহ্ণ

সামাজিক অব্যবস্থাপনা ও মাদকের ভয়াবহতার বিপরীতে একটি সুস্থধারার ও শিক্ষাসমৃদ্ধ সমাজ গঠনের লক্ষে তরুণদের সমন্বয়ে চন্দনাইশে ‘আলোকিত সমাজ’ নামে একটি সামাজিক ও কল্যাণমুখী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

গতকাল চন্দনাইশ সদরে আয়োজিত দুই শতাধিক সদস্যের অংশগ্রহণে আকতার আলমের সভাপতিত্বে ও জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাহমুদুল হক, ইসলাম মিয়া, মো. আবদুল্লাহ, আবুল কালাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আসিফ, মো. মোর্শেদ, মো. মাসুদ, মো. হাবিব, মো. বাবর, জমির উদ্দীন হিরু, রবিউল হোসেন, মো. রুবেল, মো. ওবাইদুল্লাহ, পাপ্পু প্রমুখ।

পরে অ্যাডভোকেট মিরাজ মিয়াকে আহ্বায়ক ও মীর মো. জুনাইদকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশতাব্দীর মহাজাগরণের প্রতীক আল্লামা ইমাম হাশেমী (রহ.)
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনেও শেখ হাসিনার প্রার্থীদের বিজয়ী করতে হবে