চট্টগ্রাম সমিতি ঢাকার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতিঢাকার উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর সমিতি মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। কর্মসূচিতে ছিল খতমে কোরান, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল। উপস্থিত ছিলেন সমিতির আলহাজ মো. খোরশেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ জকরিয়া, নাছির উদ্দিন, মো. আবদুল মাবুদ। মাহফিল সঞ্চালনা করেন মোহাম্মদ মনসুর আলী চৌধুরী। তকরির করেন মুফতি মুহাম্মদ মহিউদ্দীন আল কাদেরী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নাদভী। মাহফিলে সমিতির প্রয়াত কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থদের রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।

উপস্থিত ছিলেন মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, মো. মহিউল ইসলাম মহিম, মোহাম্মদ নাছের , মাহ্‌মুদ সালাহ্‌উদ্দীন চৌধুরী, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, অ্যাড. আনিচ উল মাওয়া, মোস্তফা ইকবাল চৌধুরী, ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, সৈয়দ আলম, মোহাম্মদ তৌহিদুর রহমান, মহিউদ্দিন আহমদ চৌধুরী, আলম ইশরাক চৌধুরী, এম. সাইফুদ্দিন আহমদ , শফিকুর রহমান, মুহাম্মদ আবদুল হালিম, আবরাজ নুরুল আলম, মো. মামুনুর রশীদ রাসেল, মো, গিয়াস উদ্দীন, মোমেন আক্‌সাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এসএস-২০০০ ফ্রেন্ডস গ্রুপের বিনামূল্যে চক্ষু চিকিৎসা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিলীন হয়ে যাবে