রাঙ্গুনিয়ায় এসএস-২০০০ ফ্রেন্ডস গ্রুপের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন এসএস২০০০ ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু শিবির। লাইয়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালির সহায়তায় শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার হলরুমে স্থানীয় তিন শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেয়া হয়। সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মুজিবুল ইসলাম সরফী, মোহাম্মদ জমির, মো. শহিদুল্লাহ, মো. জসিম উদ্দিন, কামরুল হাসান, মোরশেদ কামাল তালুকদার, মোহাম্মদ সালাউদ্দিন, শফিকুল ইসলাম, জাসেদ চৌধুরী, মোহাম্মদ হাসান, মোজাহেরুল ইসলাম, মাসুকুল ইসলাম প্রমুখ।

মো. বখতিয়ার, প্রফেসর মোঃ হাসান, মো. পারভেজ, মোহাম্মদ মিনার, আবু তাহের, মো. এনাম, প্রদীপ কুমার, শফিউল আলম, মো. রাশেদ, মোহাম্মদ রাশেদ, বদিউল আলম প্রমুখ। উদ্বোধন শেষে ১০ জনের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও নার্সদের সহায়তায় ক্যাম্পে সেবা কার্যক্রম চালানো হয়৷ যেখানে স্বতস্ফূর্তভাবে বিভিন্ন বয়সী নারীপুরুষরা চিকিৎসা সেবা নিতে ভীড় করেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মধু পূর্ণিমা উদযাপন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি ঢাকার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত