চট্টগ্রাম বিভাগ সেমিফাইনালে নির্বাচিত ৫ জন

হুনি রাঁধনত গুণী হন সিজন-২

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

শুঁটকিজ আয়োজিত এগ্রোহাট নিবেদিত হুনি রাঁধনত গুণী হন সিজন২ চট্টগ্রাম বিভাগের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। গত শুক্রবার নগরীর হোটেল পেনিন্সুলা ডালিয়া হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগের ২৫ জন প্রতিযোগি অংশ নেন। প্রতিযোগীরা শুটকি রান্নার নিজেদের সেরা রেসিপি বিচারকদের সামনে পরিবেশন করেন। বিচারকগন রেসিপির বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিচার করে ৫ জনকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করেন। নির্বাচিত প্রতিযোগিরা হলেন, তানভি ফাহিম, ফারাহ আকতার, ফাতেমা আক্তার, আফসারা সাদি ও সায়মা সিদ্দিকা।

আয়োজনে বিচারক হিসেবে ছিলেন, রন্ধনশিল্পী জোবাইদা আশরাফ, রন্ধনশিল্পী রওশন আকতার, রন্ধনশিল্পী নুর আকতার জাহান, রন্ধনশিল্পী সাবিনা ইকরাম সিরাজি ও শেফ ইরফান হোসাইন। পুরো এই আয়োজনে আয়োজক হিসেবে আছেন তৌহিদুল ইসলাম, সায়মা সুলতানা, রুবিনা রুবি, মিজানুর রহমান, প্রলয় হাসান, প্রকৌশলী জসীম উদ্দিন, কাজী ইরফানুল মোস্তফা ও মোহাম্মদ জাহেদুল আলম। প্রতিযোগিতায় মেন্টর হিসেবে ছিলেন কাউসারি সুলতানা, সাউদা ইয়াসমিন, জেসমিন আক্তার জেসি, ফারজানা শরীফ, কোহিনূর জুলিয়া, সাথী সুজন ও নুসরাত জাহান মুনিয়া। সেমিফাইনালে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে এগ্রোহাট বাংলাদেশ, টপার কিচেনওয়্যার ও ঘরোয়া থেকে উপহার সহ শুঁটকিজ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রো হাট বাংলাদেশ এর ডিরেক্টর মোস্তাফা আকবর চৌধুরী, টপার কিচেনওয়ার চট্টগ্রাম জোন ডিরেক্টর হাফিজুর রহমান, ঘরোয়া চট্টগ্রাম ডিভিশন ডিরেক্টর আবু নাসের ভূইয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমুখী : প্রণয় ভার্মা