চট্টগ্রাম রাইফেল ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ উশু ফেডারেশনের অধীনে চট্টগ্রাম চাইনিজ মার্শাল উশু একাডেমির উদ্যোগে ৭ দিনব্যাপী ফ্রী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নগরীর বিভিন্ন স্কুল কলেজের প্রায় এক শতাধিক শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। গত শুক্রবার চট্টগ্রাম রাইফেল ক্লাব হলে ৭ দিনের এই কর্মশালা উদ্বোধন করেন, আন্তর্জাতিক উশুর জাজ এবং কোচ ড. মোহাম্মদ শফি। জাতীয় উশু জাজ এবং কোচ ও চট্টগ্রাম রাইফেল ক্লাবের প্রধান প্রশিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপন কান্তি নাথ, সঞ্জয় পাল, উশু প্রশিক্ষক আবুল কাসেম, আসিফ মাহবুব, জাতীয় উশু খেলোয়াড় আফরোজা আক্তার, মোহাম্মদ সাদিন, এহসানুল হক, মেহেদী হাসান, জাওয়াদ বিন রহমান, সাইফুল আজম, প্রিতম সুশীলসহ একাডেমির ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।







