চট্টগ্রাম শিল্পী সংসদের সঙ্গীতানুষ্ঠান

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিল্পী সংসদের উদ্যোগে গত ৩১ মে বুধবার সন্ধ্যায় শিল্পকলাএকাডেমি মিলনায়তনের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম নূর আনোয়ার হোসেন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। শিল্পী সংসদের সভাপতি সহিদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেণ শিল্পী সংসদের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম। আয়োজনের শুরুতে লালনরবীন্দ্রনাথের মেলবন্ধনে দুইটি সমবেত গান। একক, দ্বৈত ও সমবেত আয়োজনে ছিলো রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক ও লোকগীতি। গান পরিবেশন করেনসহিদুর রহমান, ডা. দৃষ্টি শর্মা, রত্না দত্ত দে, শিমলী দাশ, শ্যামলী পাল, জয়া বড়ুয়া, মিশকাতুল মমতাজ মুমু, কান্তা দে, ইকবাল পিন্টু, সোমা রায়, শেলী দে, ইন্তেখাব আলম মান্না, আলইমরান ও দিদারুল ইসলাম।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আরিফা আফরিন এরিনা। শেষে সমবেত দেশের গানের মধ্য দিয়ে অনন্য সঙ্গীত সন্ধ্যার পরিসমাপ্তি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধটাপুর-টুপুরের সাফল্য
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চাইনিজ মার্শাল উশু একাডেমির প্রশিক্ষণ কর্মশালা শুরু