শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে চট্টগ্রাম কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপির চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান। কলেজের একাদশ ও স্বাদশ শ্রেণির বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা এবং বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে কলেজের নিজ উদ্যোগে প্রথম এ ধরণের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে প্রধাান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া, শিক্ষক পরিষদ সম্পাদক সুভাষ কান্তি নাথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। কলেজের অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইকবালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত অলিম্পিয়াাডে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অলিম্পিয়াড র্যালি, লিখিত ও কুইজ পরীক্ষা শেষে বিজয়ী প্রথম বিশ জন শিক্ষার্থীকে মেডেল, সার্টিফিকেট, চ্যাম্পিয়ন এবং রানারআপ কেস্ট প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।