চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮০ জনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১২:২৮ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ৪২১টি নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ শতাংশ।

বুধবার (৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন আক্রান্ত ৭৩ জন নগর এলাকার এবং ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৫৫৪ জন।

এর মধ্যে নগরের ৯২ হাজার ৯১১ জন এবং উপজেলার ৩৪ হাজার ৬৪৩ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে সাড়ে ৫ কোটি টাকার মাদকসহ আটক ১
পরবর্তী নিবন্ধদেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী