চট্টগ্রামে সংস্কৃতি চর্চা প্রসারিত করছে শিল্পকলা একাডেমি

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ৯:৪৮ পূর্বাহ্ণ

সংস্কৃতির ধারক বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজ নানা কর্মকাণ্ডে দেশব্যাপী পরিব্যাপ্ত ও সমাদৃত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান এসব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কবি ও সাংবাদিক রাশেদ রউফ। তিনি বলেন, চট্টগ্রামের সংস্কৃতি চর্চার অন্যতম বিদ্যাপীঠ জেলা শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমি শুদ্ধ সংস্কৃতির অনুষঙ্গসমূহ প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করেছে শিল্পের নানা শাখায় প্রতিশ্রুতিশীল শিল্পী। চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকে করেছে আরো বেগবান ও প্রসারিত। জেলা শিল্পকলা একাডেমি কাযনির্বাহী কমিটির সহসভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন কোহেল, হাসান জাহাঙ্গীর, নির্বাহী সদস্য চৌধুরী ফরিদ, কাবেরী সেনগুপ্তা। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক শ্রাবণী দাশগুপ্তার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন একাডেমির শিল্পীরা। নৃত্য পরিচালনায় ছিলেন প্রমা অবন্তী ও অনন্য বড়ুয়া। একক সঙ্গীত পরিবেশন করেন আবদুর রহিম, অপু বর্মন, প্রণব চৌধুরী ও শ্রেয়সী রায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘুমধুমে সাইকেল খাদে রোহিঙ্গা শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধতিনতলা ভবন উল্টে পড়ল ডোবায়