চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৪ টি নমুনা পরীক্ষায় আরও ৬১১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টা তথা গত ৬ জুলাই ৬৬২ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত ৬১১ জনের মধ্যে নগরীর বাসিন্দা ৪৬৫ জন এবং উপজেলার ১৪৬ জন। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬২ হাজার ২০০ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৮ হাজার ২৯৫ জন এবং উপজেলার ১৩ হাজার ৯০৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় করোনার ছোবলে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এরা সকলেই উপজেলার বাসিন্দা। জেলায় এখন মোট মৃতের সংখ্যা দাড়িযেছে ৭৩৫ জনে। এরমধ্যে নগরীর বাসিন্দা ৪৮৪ জন ও উপজেলার ২৫১ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলায় আক্রান্তদের মধ্যে দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ সীতাকুণ্ডে ৩২ জন, মীরসরাইয়ে ২৪ জন, রাউজানে ১৯ জন, হাটহাজারীতে ১৮ জন, পটিয়ায় ১৪ জন, ফটিকছড়িতে ১১ জন, রাঙ্গুনিয়া ও আনোয়ারায় ১০ জন করে, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালীতে ২ জন, লোহাগাড়া, চন্দনাইশ ও সন্দ্বীপে ১ জন করে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল বুধবার আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।