চট্টগ্রামে শনাক্তের হার ০.৪০

আরও ৫ জন আক্রান্ত

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন ৫ জন শনাক্ত হয়েছে। সংক্রমণ হার শূন্য দশমিক ৪০ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় এ সব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে জানা যায়, গত বৃহস্পতিবার চট্টগ্রামের ১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৫ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এর মধ্যে শহরের ৪ ও মিরসরাই উপজেলার একজন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ৩৭৮ জন। এর মধ্যে শহরের ৭৪ হাজার ৭৪ ও গ্রামের ২৮ হাজার ৩০৪ জন। গতকাল করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩১ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৮ জন।

পূর্ববর্তী নিবন্ধদেশে শনাক্ত ২৩৯ মৃত্যু তিনজনের
পরবর্তী নিবন্ধসেপটিক ট্যাংকে ছেলের লাশ চাপা দিয়ে ভোটের প্রচারে বাবা-মা