চট্টগ্রামে ভিএফএস বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম চালু রাখা এবং কানাডার ভিসা প্রসেসিং কার্যক্রম অব্যাহত রাখতে পদক্ষেপ নেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রী বরাবরে চিঠি দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
পররাষ্ট্র মন্ত্রী ড. একেএম আবদুল মোমেন বরাবরে প্রেরিত এক চিঠিতে ব্যারিস্টার নওফেল উল্লেখ করেছেন যে, দেশের দ্বিতীয় বৃহত্তম এবং বাণিজ্যিক নগরী চট্টগ্রামে ভিএফএস এর একটি শাখা অফিস ছিল। ২০১৯ সালে এই শাখার মাধ্যমে চট্টগ্রামের প্রায় দুই হাজার শিক্ষার্থী, দর্শনার্থী ও ব্যবসায়ীর কানাডার ভিসা প্রসেস করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ২০২০ সালের নভেম্বর থেকে চট্টগ্রামস্থ উক্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভিসা প্রত্যাশীরা বাধ্য হয়েই ঢাকায় ভিড় জমাচ্ছেন। তাঁরা সময় ও অর্থ ব্যয়সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ভিএফএস চট্টগ্রাম শাখার মাধ্যমে ভিসা প্রসেসিং করা হলে এ অঞ্চলের শিক্ষার্থী, দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা হয়। চিঠিতে তিনি উল্লেখ করেন- ভিএফএস ঢাকা ও সিলেট মহানগরীতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করলেও শুধুমাত্র চট্টগ্রামে বন্ধ রয়েছে। জনস্বার্থে ঢাকা ও সিলেটের মতো চট্টগ্রাম শাখার কার্যক্রমও পরিচালিত হলে বৃহত্তর চট্টগ্রামবাসী উপকৃত হতেন বলে তিনি উল্লেখ করেন। ব্যারিস্টার নওফেল কানাডার হাই কমিশনারকে অনুরোধ করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রীকে দেয়া চিঠিতে বিশেষভাবে অনুরোধ জানান।