চট্টগ্রামে নতুন শনাক্ত ১৫৮

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ জুন, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৩৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে ১৫৮ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৯০ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪৩ হাজার ৬৩১ জন ও জেলার ১১ হাজার ৫৫৯ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় এক জনেরও মৃত্যু হয়নি। তবে গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৬৪৫ জন। এর মধ্যে ৪৫৩ জন নগরীর ও ১৯২ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৯টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৩৬ জন নগরীর ও উপজেলার ৩৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বিআইটিআইডিতে ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ৯ জন ও উপজেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১৯ জন ও উপজেলার ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। কঙবাজার মেডিকেল কলেজে ৪৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে উপজেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়নি। ইমপেরিয়াল হাসপাতালে ৭৯টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১২ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শেভরণে ১২৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৬ জন ও উপজেলার ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৮ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। আরটিআরএল চট্টগ্রামে ২৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৮ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতাল চট্টগ্রামে ১২টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। ইপিক হাসপাতালে ২৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৫ জন ও উপজেলার ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল মঙ্গলবার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধ৫৩ দিনের মধ্যে সর্বাধিক রোগী
পরবর্তী নিবন্ধদেশে এক ডোজের জনসনের টিকা অনুমোদন