চট্টগ্রামে দুইদিনব্যাপী ভ্যাট মেলা শুরু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:২২ পূর্বাহ্ণ

করদাতাদের সাথে কর কর্মকর্তাদের দূরত্ব ঘুচানো, অনলাইনে ভ্যাট নিবন্ধন, রিটার্ন দাখিল ও ইএফডিকে জনপ্রিয় করার উদ্দেশ্য নিয়ে দ্বিতীয়বারের মতো দুইদিনব্যাপী ভ্যাট মেলা শুরু হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এঙাইজ ও ভ্যাট কমিশনারেটের অধীনে ৮টি বিভাগীয় দপ্তরে দুই দিনব্যাপী এ মেলা শুরু হয়। দপ্তরগুলো হচ্ছে-কাস্টমস এঙাইজ ও ভ্যাট কমিশনারেট আগ্রাবাদ, চট্টলা, চান্দগাঁও, রাঙামাটি, খাগড়াছড়ি, পটিয়া, কক্সবাজার ও বান্দরবান বিভাগ।
নগরীর সদরঘাট স্ট্র্যান্ড রোডের পুরাতন কাস্টমস ভবনে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন বলেন, ভ্যাট প্রদানে স্বচ্ছতা আনতে ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া ১২০টি ইএফডি মেশিন চট্টগ্রাম অঞ্চলে স্থাপন করা হয়েছে। চলতি মাসের মধ্যে আরও ৪০০টি ইএফডি মেশিন আমরা স্থাপন করতে পারব। এ মেশিনের সাহায্যে ভ্যাট দিলে স্বচ্ছতার ভিত্তিতে যথাযথভাবে সরকারি কোষাগারে জমার বিষয়টি নিশ্চিত হবে।
উপ কমিশনার মো. শাহীনুর কবির পাভেল বলেন, মেলার পাশাপাশি আমরা নগরের গুরুত্বপূর্ণ বিপণিকেন্দ্রগুলোতে ২০টি ভ্যাট বুথ স্থাপন করা হচ্ছে। করদাতাদের সুবিধার্থে শুক্র ও শনিবার অফিস খোলা রাখা হবে।
এদিকে আজ সকালে আগ্রাবাদের ভ্যাট দপ্তরের সৈকত সম্মেলন কক্ষে ইএফডির মাধ্যমে ভ্যাট দিয়ে পুরস্কার জয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন ভ্যাট কমিশনার। জানা গেছে, গত ১১-১২ জানুয়ারি প্রথমবার চট্টগ্রামে ভ্যাট মেলা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৩৭৪টি রিটার্ন জমার পাশাপাশি ২৮৪টি প্রতিষ্ঠান নতুন নিবন্ধিত হয়। আদায় হয় ১৯ কোটি টাকার ভ্যাট। ভ্যাট মেলা ও বুথের কারণে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা গত কর মেয়াদের তুলনায় ৩ হাজারটি বেড়েছে। রিটার্ন বাড়ায় রাজস্ব আদায়ও বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে অভিজাত হোটেল রেস্তোরাঁয় দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধসেক্রেটারিসহ অধিকাংশ পদে এগিয়ে আ. লীগ সমর্থিত প্রার্থীরা