চট্টগ্রামে ডেঙ্গুতে আরো এক শিশুর মৃত্যু

নতুন শনাক্ত ৭৫ জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো এক শিশু রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। ২ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাশরিফ নামে ৬ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। ওই শিশুর পরিবার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে ২ নভেম্বরের মৃত্যুর তথ্য সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে গতকাল। দেরিতে তথ্য পাওয়ার কারণে জানাতেও বিলম্ব হয়েছে জানিয়ে সুজন বড়ুয়া বলেন, ওই শিশুকে ২৯ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর হাসপাতালেই তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ২৬ জনের মৃত্যু হল চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৭৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত
রোগীর সংখ্যা তিন হাজার ৭০০ ছাড়াল চট্টগ্রামে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭২৩ জনে।

পূর্ববর্তী নিবন্ধবড় পর্দায় মেইড ইন চিটাগাং
পরবর্তী নিবন্ধআমদানিতে এলসি খুলতে বাধা নেই