চট্টগ্রামে টিকা নিলেন আরো ১৭ হাজার মানুষ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

ভ্যাকসিন উদ্বোধনের ৭ম দিনে চট্টগ্রামে ১৭ হাজার একজন মানুষ কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে টিকা নিয়েছেন ৭৪ হাজার ৯০৩ জন।
শনিবার সর্বোচ্চ ২০ হাজার ৯০৮ জন মানুষ টিকা নেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, রবিবার সপ্তম দিনে চট্টগ্রামে ১৭ হাজার ১ জন মানুষ কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন। তন্মধ্যে নগরীতে ৯ হাজার ৩৬৯ জন ও নগরীর বাইরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৭ হাজার ৬৩২ জন মানুষ ভ্যাকসিন নিয়েছেন।
তিনি বলেন, চট্টগ্রামে টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার কোন খবর আসেনি। এতে সাধারণ মানুষ কোভিড-১৯ টিকা নেওয়ার বিষয়ে আগ্রহী হচ্ছেন। এতে প্রতিনিয়ত মানুষের চাপ বাড়ছে। তবে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত সময়ে টিকা দেওয়া সম্পন্ন করা হচ্ছে।
চট্টগ্রামের ১৪ উপজেলায় ৭ হাজার ৬৩২ জনের মধ্যে ৪ হাজার ৯৩৬ জন পুরুষ ও ২ হাজার ৬৯৬ জন নারী টিকা নেন। উপজেলার মীরসরাইয়ে ৬৪০ জন, সীতাকুণ্ডে ১ হাজার ৪৯ জন, হাটহাজারীতে ৯৮৮ জন, ফটিকছড়িতে ২৫০ জন, রাউজানে ৯৬৯ জন, রাঙ্গুনিয়ায় ৬২০ জন, সন্দ্বীপে ২২৯ জন, পটিয়াতে ৪৮৪ জন, বোয়ালখালীতে ৫৮১ জন, আনোয়ারায় ৪৯৫ জন, বাঁশখালীতে ৪৩০ জন, চন্দনাইশে ২২৭ জন, সাতকানিয়ায় ৪২০ জন এবং লোহাগাড়ায় ২৫০ জন টিকা নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরিজভীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধসারাদেশে ৭ দিনে টিকা নিল ৯ লাখ