গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৪৮৭টি। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৪৭ শতাংশ। এসময়ে করোনায় কেউ মৃত্যুবরণ করেনি। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
নতুন আক্রান্ত ৪ জন মহানগর ও ৩ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৪৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৮২ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৬৩ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০২ বিভিন্ন উপজেলার বাসিন্দা।-বাংলানিউজ