চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫

আজাদী অনলাইন | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ১১:৩৬ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তারা নগর ও উপজেলার বাসিন্দা। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। এদের মধ্যে ৪ জন নগরের এবং ১ জন উপজেলার বাসিন্দা। রোববার (৩১ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ৮টি ল্যাবে ১ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত হওয়া ৫ জনের মধ্যে ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০২ বিভিন্ন উপজেলার বাসিন্দা।-বাংলানিউজ

চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২২৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯৬৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৬৩ জন।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধ নির্মূলে পুলিশ-জনতা একসাথে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার