অপরাধ নির্মূলে পুলিশ-জনতা একসাথে কাজ করতে হবে

বিভিন্ন স্থানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

| রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগান সামনে রেখে সীতাকুণ্ডে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় পৌরসভাধীন জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম। সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদের সঞ্চালনায় ও কমিউনিটি পুলিশ সীতাকুণ্ড শাখার সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন আল ছাবেরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিউদ্দিন, ডিগ্রি কলেজের শিক্ষক মো. আবুল হোসেন প্রমুখ।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় চকরিয়া উপজেলায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২১। এ উপলক্ষে চকরিয়া থানা এবং কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। গতকাল শনিবার সকাল ১০টায় চকরিয়া থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ও জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ওসি মো. ওসমান গণি, পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি একেএম শাহাবুদ্দীন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম, থানার সেকেন্ড অফিসার রাজীব চন্দ্র সরকার।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীর মির্জাপুরে গতকাল শনিবার পুলিশিং ডে পালিত হয়েছে। হাটহাজারী মডেল থানার উদ্যোগে এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আকতার হোসেন খাঁন সুমন। বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান গাজী মো. আলী হাসানসহ ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাঙ্গুনিয়া মডেল থানার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওসি মো. মাহবুব মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন মো. নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনও ইফতেখার ইউনুস, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিছ আজগর।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় র‌্যালি পরবর্তী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আনোয়ারা থানার উদ্যোগে উপজেলা হল রুমে কমিউনিটি পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলামের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, চাতরি ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, সাবেক চেয়ারম্যান মো. ছৈয়দ, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর হোসেন, ছাত্রনেতা সাইফুল ইসলাম শামীম।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা উপজেলার একটি কনভেনশন হলরুমে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ূন কবির। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলামের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম হারুনুর রশিদ, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং সম্পাদক জিল্লুল করিম শরীফি, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. তোফাইল বিন হোছাইন প্রমুখ।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে পালিত হল কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পুলিশ সুপার মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃনা চাকমা, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন, খাগড়াছড়ি পৌরসভার ওয়ার্ড কাউন্সিল পরিমল দেবনাথ ও খাগড়াছড়ি জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তসহ জনপ্রতিনিধি, ধর্মীয় নেতাসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মূলের জন্য কমিউনিটি পুলিশসহ সকলের সর্বাত্বক সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সার্টিফিকেট ও ক্রেস দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধঅক্সিজেন-হাটহাজারী আজ গ্যাস থাকবে না ১২ ঘণ্টা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫