ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো এক জনের মৃত্যু হয়েছে। তার নাম তৃষ্ণা রানী রায় (৩৭)। গত সোমবার নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। যা ২০২০ সালের পর সর্বোচ্চ। এছাড়া গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬১ জন। যা চলতি বছর একদিনে ভর্তি হওয়া রোগীর মধ্যে সর্বোচ্চ। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। অবশ্য ওই প্রতিবেদনে গত সোমবার নিহত নগর পুলিশের ট্রাফিক বিভাগে (উত্তর) কর্মরত কনস্টেবল এমদাদুল হোসেনের তথ্যও রয়েছে। এদিকে নিহত তৃষ্ণা রানী তৃষ্ণা রানী রায় নগরের দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা। তার ছেলে রুদ্র রয় সাংবাদিকদের জানান, গত শুক্রবার তার মায়ের জ্বর আসে। পরে তার শরীর দুর্বল হয়ে আসে। খাবারে অরুচি দেখা দেয়। এরপর দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে ডেঙ্গু টেস্ট করানো হয়। রোববার রিপোর্ট নেওয়ার কথা ছিল। এর মধ্যে তিনি আরও অসুস্থ হয়ে যান। রক্তবমি শুরু হয়ে যায়। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পরেই তার হার্টবিট বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত মারা যান তিনি।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি মাসের ২১ দিনে মোট ২ হাজার ৯১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এ বছর জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৮৬৭ জন ডেঙ্গু রোগী। মাসের হিসেবে সবচেয়ে বেশি ২৩১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন গত জুলাই মাসে।