জামায়াত নেতা শামসুল ও শাহাজাহানসহ ৫১ জনের বিরুদ্ধে চার্জগঠন

নাশকতার মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার একটি নাশকতার মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি শামসুল ইসলাম এবং শাহাজাহানসহ ৫১ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাকিল আজম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, যাদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে তাদের মধ্যে শামসুল ইসলাম ও শাহাজাহানসহ ২২ জন কাঠগড়ায় হাজির ছিলেন। বাকীরা অনুপস্থিত থেকে সময়ের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। আইনজীবী শাকিল আজম বলেন, ২০১৩ সালে কোতোয়ালী থানায় মামলা দুটি দায়ের হয়। পরবর্তীতে তদন্তকাজ শেষে ৫১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এরই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধআগামী বছর ১১ মিটার ড্রাফটের জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু