চট্টগ্রামে আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৮২

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ মে, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনার আঘাতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নগরীর ও ১ জন জেলার বাসিন্দা। সূত্র মতে, নতুন এ ৫ জনসহ চলতি মে মাসে (প্রথম ২৯ দিনে) চট্টগ্রামে ৯০ জন করোনা রোগীর মৃত্যু হয়। এ সময়ে মৃত্যুশূন্য দিন ছিল দুটি। গত এপ্রিল মাসে তিনদিন মৃত্যুশূন্য ছিল। এপ্রিলে পুরো মাসে ১৩৫ জনের মৃত্যু হয়। প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৬১৪ জন মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে নগরীর ৪৪২ জন ও জেলার ১৭২ জন। এদিকে ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৩৭ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ৮২ জন। সিভিল সার্জন অফিস জানায়, আক্রান্তের চেয়ে আরোগ্য লাভকারীর সংখ্যা প্রায় সাড়ে ৩ গুণ। নতুন আইসোলেশনের চেয়ে করোনামুক্তির ছাড়পত্র গ্রহীতার সংখ্যাও দ্বিগুণের বেশি। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৫৩ হাজার ২৫১ জনে। এর মধ্যে মহানগরীর বাসিন্দা ৪২ হাজার ৪৩৫ জন ও জেলার ১০ হাজার ৮১৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৬১ হাজার ৩২১ টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫৩ হাজার ২৫১ জনের।

পূর্ববর্তী নিবন্ধদুই মাসেও উদ্যোগ নেই যমুনার
পরবর্তী নিবন্ধভাসানচর থেকে পালানোর সময় সন্দ্বীপে ১৪ রোহিঙ্গা আটক