চট্টগ্রামে আরও ১৩ জন করোনায় আক্রান্ত

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন ১৩ জন সংক্রমিত হয়েছেন। আক্রান্তের হার ০ দশমিক ৭৬ শতাংশ। এ সময় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে গতকালকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট এবং ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর সাত ল্যাবে বুধবার চট্টগ্রামের ১ হাজার ৭০৩ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ১৩ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ৭ জন ও উপজেলার ৬ জন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২ হাজার ৫৪২ জন। এর মধ্যে শহরের ৭৪ হাজার ১৯৫ জন ও গ্রামের ২৮ হাজার ৩৪৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে আনোয়ারায় ৩ জন এবং রাঙ্গুনিয়া, মিরসরাই ও সন্দ্বীপে একজন করে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঘর পেয়ে সুন্দরভাবে বাঁচার সাহস পাবে গৃহহীন পরিবার
পরবর্তী নিবন্ধকবিতায় সম্প্রীতির বার্তা