চট্টগ্রামের ৪০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার ৪০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান তাদের শপথবাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড. বদিউল আলম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম ও নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, রাউজান উপজেলা চেয়ারম্যান এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল ও নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ এবং রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার ও নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস। জানা যায়, শপথপাঠ শেষে উপ-পরিচালক বদিউল আলম নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে প্রধানমন্ত্রীর প্রকল্প, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের বর্তমান উদ্যোক্তাদের ধারা অব্যাহত রাখতে আনুষ্ঠানিক লিখিত চুক্তিপত্র স্বাক্ষর কার্যক্রম সম্পাদন করেন।

পূর্ববর্তী নিবন্ধবেপারিপাড়ায় গভীর রাতে আগুন পুড়ল স্কুল ও রিকশা গ্যারেজসহ ১৯ কাঁচা ঘর
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার