বেপারিপাড়ায় গভীর রাতে আগুন পুড়ল স্কুল ও রিকশা গ্যারেজসহ ১৯ কাঁচা ঘর

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

নগরীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক স্কুল ও রিকশার গ্যারেজসহ এক কক্ষের ১৯টি কাঁচা ঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাত সাড়ে তিনটার দিকে হালিশহর থানাধীন বেপারিপাড়া হাজী ইসলামিয়া ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ইউনিটের ৫টি গাড়িযোগে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে কাঁচা ঘরের সব পুড়ে যায়। ৫ জন মালিকের বসত ঘরের পাশাপাশি সেখানে ব্র্যাক পরিচালিত একটি স্কুল ও একটি রিকশার গ্যারেজ ছিল। সবই আগুনে পুড়ে গেছে।
যদিও আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান নিউটন দাশ।

পূর্ববর্তী নিবন্ধগোলাগুলির পর উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবা জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ৪০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ