রাঙ্গুনিয়ায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় হত্যা মামলায় তৌহিদুল ইসলাম চৌধুরী নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির বাসিন্দা। তৌহিদুল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।
শুক্রবার মধ্যরাতে উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে থানায় দেন র‌্যাব-৭। গতকাল শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, তৌহিদুলের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। এরমধ্যে হত্যা ও মারামারির দুটি মামলায় পরোয়ানা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ৪০ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ২৩৯ জন শনাক্ত