চট্টগ্রামের মাটি ও মানুষের পত্রিকা দৈনিক আজাদী

আলী আকবর বাবুল | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

স্বাধীনতা-উত্তর চট্টগ্রামে প্রথম পত্রিকা বহুল প্রচারিত গণমানুষের পত্রিকা দৈনিক আজাদী, সামাজিক অসঙ্গতি থেকে শুরু করে, আর্থসামাজিক উন্নয়নে, প্রচলিত ধ্যান ধারণা বাইরে, নিজেদের স্বতন্ত্র বলয় নিয়ে, দৈনিক আজাদীর পথ চলা। এই পত্রিকা সাহিত্য-সংস্কৃতির, প্রধান পৃষ্ঠপোষক, এক কথায় আধুনিক সভ্য সমাজের কারখানা।
কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ লেখালেখি জগতের সংশ্লিষ্ট সকলেই হাতে কলমে শিখে স্ব স্ব প্রতিষ্ঠানের সুপ্রতিষ্ঠিত, দৈনিক আজাদী শুধু চট্টগ্রাম নয় সারাদেশব্যাপী সমাদৃত, চট্টগ্রামবাসীর প্রতি দৈনিক আজাদীর বস্তুনিষ্ঠ লেখনীর কারণে, চট্টগ্রাম আধুনিক থেকে আধুনিকরণ হচ্ছে। সফল দৈনিক আজাদী, সফল সংশ্লিষ্ট সম্মানিত লেখনীর কারিগর গণ। আজাদীর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

পূর্ববর্তী নিবন্ধতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় : কালজয়ী ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধবান্দরবানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার