চট্টগ্রামের গুরুত্বপূর্ণ তিন দপ্তরের শীর্ষ কর্মকর্তাকে বদলি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি হয়েছে। প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলমকে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যলায়ের পরিচালক, কক্সবাজার বিরাম ফাউন্ডেশনের পরিচালক মো. আনোয়ার পাশাকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক মো. মোতাহার হোসেনকে বিসিক চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় জীববৈচিত্র্যে ইতিবাচক পরিবর্তন
পরবর্তী নিবন্ধলন্ডন থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন