কক্সবাজারের চকরিয়ায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুর বাবাও। গতকাল বুধবার ভোররাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ ইব্রাহিম (৪)। সে ওই পাড়ার দিনমজুর আনছার উল্লাহর পুত্র। এ ঘটনায় আহত আনছার উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মা মানসিক বিকারগ্রস্ত। মঙ্গলবার রাতে বাবা আনছার উল্লাহ দুই শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোররাতে হঠাৎ আনছার ও শিশুপুত্র ইব্রাহিমের উপর মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এ সময় শিশু ইব্রাহিম মারা গেলেও প্রাণে বাঁচেন বাবা আনছার উল্লাহ।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।










