কবি
তোমার লেখায় কেয়া ফুলের ঘ্রাণ জড়ায়
বর্ষার ঠিক সন্ধ্যায়
তোমার আঙুলের ছোঁয়ায়
আদর ছড়ায়
মায়া বাড়ায়
বিলি কাটে আমার চুলে
মুখ থেকে মুখশ্রী
তারও পরে নামে অঝোরে বৃষ্টি
আমি বৃষ্টি জলে স্নাত হই
সন্ধ্যা পেরোয়
তারও পরে সন্তর্পণে
বুকের ভেতর হাহাকার বাড়ে
সেতারের ঝালাই হয়ে তোলে শব্দ
ঠোঁট কাপে
নরোম তাপে
উষাকালের আহাজারী
গভীর রাতে কেয়ার ঘ্রাণ বিলোয়
মিশে যেতে যেতে তন্দ্রা হারা হই আমি
মায়ার চোখ দৃষ্টি মেলে নীলিমায়
প্রহরী হয়ে শুকতারা হাত বাড়ায়
সেই হাতে চুমু খাই আমি
নিবিষ্ট হতে চাই গভীরে
আরও অনেক গভীরে।