শহর ছেড়ে গাঁয়ের পথে

মুহাম্মদ শাওয়াল হোসাইন | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৩৮ পূর্বাহ্ণ

ব্যস্ত শহর ছাড়ছে সবাই, ফিরছে আপন গাঁয়ে

ঘাসের উপর হাঁটবে সবাই, থাকবে নগ্ন পায়ে।

কভিড উনিশে চাকরি হারায়, সবার বেতন কমে

আনতে লবণ পান্তা পুরায়, শান্তি নাইরে দমে।

শহরনগর সবখানে আজ, মন খারাপের বাস

যানের ধোঁয়ায়, আবর্জনায়, নেওয়া যায় না শ্বাস।

হাজারে হয় কিছু বাজার, ফিরে সবে খালি হাত

ফরমালিনে ভরা সবি, নাইরে তেমন আগের স্বাদ।

তাইতো সবাই গাঁয়ের পথে, নিত্য ফিরে যায়

মায়ের কথা সুপ্ত ব্যথা, সবি যে হেথায়।

আপন চাষের ধানে অন্ন, পুকুর হতে মাছ

শ্রম সাধনে সতেজ হবে, ফলফলাদি গাছ।

চাষের মাঝে ছায়ায় বসে, নিবে মুক্ত শ্বাস

খাঁটি খাবার পেতে এবার, করবে সবে চাষ।

ক্ষেতের ঐ সবজি দিয়ে, অন্ন তৈরি হবে

নিরাপদের জীবন হবে, রোগ মুক্ত সবে।

পশুপালন চলবে হেথা, দুগ্ধ হবে খাঁটি

সবুজ শ্যামল উর্বরতায় আমার দেশের মাটি।

পূর্ববর্তী নিবন্ধপ্রচ্ছায়ার অন্তরালে
পরবর্তী নিবন্ধঘ্রাণ