ঘুমধুমে অবৈধ ইটভাটায় অভিযান ২ লক্ষ টাকা জরিমানা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ ২ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানাসহ ১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা এ মোবাইলকোর্ট পরিচালনা করেন গতকাল বৃহস্পতিবার। সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজুখাইয়া কজঊ ব্রিকফিল্ড ও ৮ নং ওয়ার্ডের রেজুআমতলী ইইগ ব্রিকফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।

এ সময়ে ইইগ ব্রিকফিল্ডের ম্যানেজার ফারহান উদ্দিন (২১) কে আটক করে আদালত। তার পিতার নাম বেলাল আহাম্মদ সে উখিয়া দরগাহবিল এলাকার বাসিন্দা। আদালত সূত্র জানান, এসব ব্রিকফিল্ডের বৈধ কোন কাগজপত্র নেই। এ ছাড়া জ্বালানি কাঠের ব্যবহার এবং হাইকোর্টের আদেশ অমান্য করে ব্রিকফিল্ড চালু রাখার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার শামসুদ্দিন মো. রেজা বলেন, অন্যান্য ব্রিকফিল্ডের বিরুদ্ধে ক্রমান্বয়ে পরিবেশ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ঘুমধুমে আরো বেশ কটি অবৈধ ইটভাটা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরাজিত দেশীয় শক্তি আবারো চক্রান্তে মেতেছে : মেয়র
পরবর্তী নিবন্ধবিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ফ্রোবেল প্লে স্কুলের খাদ্য সামগ্রী বিতরণ