ঘাসফুল নির্বাহী কমিটির সভা

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

ঘাসফুল নির্বাহী কমিটির ১১১তম সভা গতকাল শনিবার, ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতে ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ, মরহুম এম. এল রহমানসহ যে সকল সহকর্মী মৃত্যুবরণ করছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। বক্তারা বলেন, কোভিড-পরবর্তী পরিস্থিতিতে সংস্থার সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে আরো বেশী আন্তরিক, দক্ষ ও কৌশলী হওয়া প্রয়োজন। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঘাসফুলের অঙ্গীকার পূরণে সংস্থার চলমান কার্যক্রম; স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পিছিয়ে পড়া জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারী উন্নয়ন, পরিবেশ ও দুর্যোগ মোকাবেলাসহ সকল সেবার পরিধি আরো বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন সমিহা সলিম, কবিতা বড়ুয়া, প্রফেসর ড. জয়নাব বেগম, পারভীন মাহমুদ, আফতাবুর রহমান জাফরী, মোহাম্মদ ফরিদুর রহমান, মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সাদিয়া রহমান, কে.এম.জি. রাব্বানী বসুনিয়া, টুটুল কুমার দাশ, মোহাম্মদ নাছির উদ্দিন। সভায় ২০২২-২০২৩ অর্থবছরের সংস্থার বাজেট, ৪০তম বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণসহ বিভিন্নর্ বিষয়ে আলোচনা হয়। নির্বাহী কমিটির সভার পূর্বে অডিট কমিটির আহ্বায়ক পারভীন মাহমুদের সভাপতিত্বে এক সভা সংস্থার প্রধান কার্যালয় থেকে অনলাইনে সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা
পরবর্তী নিবন্ধউইকন প্রপার্টিজের আবাসন মেলা শুরু