ঘাসফুলের রুরাল ওয়াশ প্রকল্পের মতবিনিময় সভা

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় ঘাসফুল বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ রুরাল ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর আওতায় গত মঙ্গলবার সংস্থার চান্দগাঁওস্থ প্রধান কার্যালয়ে প্রকল্পের কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পিকেএসএফ’র অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন এবং মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল মতীন।

বক্তব্য রাখেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।

এ সময় উপস্থিত ছিলেন ঘাসফুলের পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপ-পরিচালক মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক মো. শামসুল হক, সাদিয়া রহমান, প্রকল্পের ফোকাল পার্সন মোহাম্মদ নাছির উদ্দিন, এরিয়া ম্যানেজার তাঈম-উল-আলম, মো. নাজমুল হাসান পাটোয়ারী, সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনদী নিয়ে গবেষণারত চবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধমহাকাশ ঘুরে এলো বাংলাদেশের ধনিয়া বীজ