নদী নিয়ে গবেষণারত চবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চবিতে প্রতিষ্ঠিত হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরীতে হালদা নদী নিয়ে গবেষণারত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।গত মঙ্গলবার ল্যাবরেটরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরীর কো-অর্ডিনেটর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। প্রধান অতিথি ছিলেন আইডিএফের নির্বাহী পরিচালক জহিরুল আলম।

প্রধান অতিথি হালদা নদী নিয়ে গবেষণারত বৃত্তিপ্রাপ্ত চবি শিক্ষার্থীরা নদী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আমিনা বেগম এবং আইডিএফের গভর্নিং বডির সদস্য হোসনে আরা বেগম, আইডিএফ চট্টগ্রাম অঞ্চলের জোনাল ম্যানেজার মুহাম্মদ শাহ আলম।

অনলাইনে যুক্ত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তা সুমন সাহা এবং আইডিএফের উপ-নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন।অনুষ্ঠানে পিকেএসএফের সহযোগিতায় আইডিএফ ১৯ জন তরুণ গবেষক ও শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চসিকের উদ্যোগ ছিল অত্যন্ত কার্যকরী
পরবর্তী নিবন্ধঘাসফুলের রুরাল ওয়াশ প্রকল্পের মতবিনিময় সভা