ঘটনার মূল হোতা ইন্দ্রজিত এখনো ধরাছোঁয়ার বাইরে

গাছে বেঁধে মারধর

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

পটিয়ায় ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধরের ঘটনায় মূল হোতা সেই ইন্দ্রজিত চৌধুরী লিও প্রকাশ লিও মেম্বার এখনো ধরা ছোঁয়ার বাইরে। ঘটনার আটদিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার করা হয়নি তাকে। ঘটনার দিন হাইদগাঁও ইউনিয়ন আ.লীগের আহবায়ক মাহফুজুল হক চৌধুরী হাফেজ প্রথমে অনুষ্ঠানের ব্যানারে ভুল থাকার কথা বলে ব্যানার নিয়ে ফেলেন। এরপর প্রথমেই দালাল বলে আখ্যায়িত করে আ.লীগ নেতা জিতেন কান্তি গুহকে মাথায় সজোরে ঘুষি মারেন ইউনিয়ন আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার ইন্দ্রজিত চৌধুরী লিও। তার ঘুষির পরই অন্যন্যারা তার উপর হামলা করতে উদ্ধুদ্ধ হয়। প্রত্যক্ষদর্শী ও ২ ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য টিটু দেব জানান, লিও মেম্বারের ঘুষির আঘাতে জিতেন কান্তি গুরুতর আহত হয়ে সাথে সাথে নীচু হয়ে ঝুঁকে পড়েন। এসময় লিওসহ বর্তমান ইউপি চেয়ারম্যান বিএম জসিমের সাথে থাকা ২০/২৫ যুবক জিতেন কান্তি গুহের উপর হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তাকে চেয়ার দিয়ে মেরে ও পরে গাছের সাথে বেঁধে আবার মারধর করা হয়।

এদিকে ইউপি চেয়ারম্যান বিএম জসিমের পুত্র ও মামলার আসামি মুশফিক উদ্দিন ওয়াসিকে রিমান্ড শুনানি চেয়েছে থানা পুলিশ। কাল রবিবার তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, ইন্দ্রজিত চৌধুরী লিওকে গ্রেপ্তারে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে। ঘটনাটি এখনো তদন্তাধীন। তাই এখনো অনেক কিছু জানানো যাচ্ছে না। আশা করি শীঘ্রই ঘটনার মূল বিষয় জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসয়াবিনের দাম বৃদ্ধিতে রেকর্ড
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে যুবলীগের পদ প্রত্যাশীরা তদ্বিরে ব্যস্ত