গ্রীষ্ম

সাইফুল্লাহ কায়সার | বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৮:১৮ পূর্বাহ্ণ

গ্রীষ্ম মানে রোদের খেলা
বন বাঁদাড়ে ছোটা
ভালো লাগে ছুটির সময়
বন্ধু কজন জোটা
কাঁচা-পাকা আম খাবার-ই
সময় কিন্তু ওটা ।

কারণ তখন পাঠশালাতে
বাজে না আর বাঁশি
আমের ঘ্রাণে ব্যাকুল হয়ে
গ্রীষ্ম ভালোবাসি।

গ্রীষ্ম মানে শহরে নয়
দূর গ্রামের-ই বাড়ি
আম কাঁঠাল আর লিচু জামের
যেন রসের হাঁড়ি।

থেকে থেকে বাউরী বাতাস
আম কুড়োবার ধুম
বৃষ্টি পড়ে ঝিলিক দিয়ে
ঝুম ঝুমা ঝুম ঝুম।

উঠোন তখন টইটম্বুর
জলে নৃত্য করে
আম কুড়োবার দারুণ মজা
বৃষ্টিভেজা ঝড়ে।

পূর্ববর্তী নিবন্ধআমাজন জঙ্গলে ‘সোনার নদী’
পরবর্তী নিবন্ধবৈশাখ মেয়ে