গ্রিসে পোশাক রপ্তানির আড়ালে ৮ লাখ টাকা পাচারের চেষ্টা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

ঢাকার ফরিদাবাদের এইচএম ফ্যাশন ওয়্যার নামের একটি নন বন্ডেড (লোকাল) পোশাক কারখানা গ্রিসে পোশাক রপ্তানির আড়ালে ৮ লাখ ১৭ হাজার টাকা পাচারের চেষ্টা করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল পণ্যের কায়িক পরীক্ষায় টাকা পাচারের বিষয়টি উদঘাটিত হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, রপ্তানিকারক প্রতিষ্ঠানটি ২২ হাজার ৯৫৩ পিস তৈরি পোশাক রপ্তানির আড়ালে ৪১ হাজার ১৬৮ পিস পোশাক বেশি জাহাজিকরণের চেষ্টা করছিল। এতে ১৮ হাজার ২১৫ পিস বেশি রপ্তানির মাধ্যমে ৮ লাখ ১৭ হাজার ৪২৬ টাকা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে কাস্টমসের কায়িক পরীক্ষায় উঠে এসেছে। এর আগে গত মার্চ রপ্তানিকারক কাস্টমসে বি-এঙ দাখিল করে, যার নম্বর সি ৫৩৭৭৪১। এ চালানে সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল নগরীর শেখ মুজিব রোডের মিম ইন্টারন্যাশনাল।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদ থাকায় ঢাকার ফরিদাবাদের এইচএম ফ্যাশন ওয়্যার নামের প্রতিষ্ঠানটির পণ্য জাহাজিকরণের সময় শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ঘোষণার অতিরিক্ত পণ্য রপ্তানির চেষ্টা ধরা পড়ে। জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঊর্ধ্বতনের সিদ্ধান্ত ছাড়াই ভবন মালিকদের নোটিশ
পরবর্তী নিবন্ধব্যাংক কর্মকর্তা মোরশেদের মৃত্যুতে কারো প্ররোচনা নেই