গ্রাম ও শহরের পার্থক্য ঘোচাতে কাজ করছে সরকার

বোয়ালখালীতে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আবদুচ ছালাম এমপি

| মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার শাকপুরা মুরগির ফার্ম হতে নুরুল্লাহ মুন্সির হাট পর্যন্ত আলী আহাম্মদ কমিশনার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম৮ আসনের সাংসদ আবদুচ ছালাম।

আরসিআইপি প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গতকাল সোমবার প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার একটি জনবান্ধব সরকার। তিনি দেশের সর্বস্তরের মানুষের সার্বিক কল্যাণের কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তিনি সারাদেশের গ্রাম ও শহরের মধ্যে সুযোগ সুবিধার কোন পার্থক্য রাখতে চান না।

পোপাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম জসিম উদ্দীনে সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, প্রকৌশলী রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মুনাফ, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ মামুন। এস এম এরশাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ ইয়াসির, সেকান্দর আলম বাবর, সঞ্জয় ভঞ্জ জিতু, ওয়াহিদ মুরাদ রুমান, দিদারুল আলম দিদার, শহিদুল্লাহ কাউছার, টিকাদার আবু তৈয়ুব, সালাউদ্দিন চৌধুরী, শেখ নুর মোহাম্মদ, নাসিম চৌধুরী, মো. মামুন, সাইদুর রহমান মুন্না, ফুলু মেম্বার, মহিলা মেম্বার জোবাইয়দা রুনু, রমা ঘোস, রশুনারা বেগম, সাইফু চৌধুরী, মহসিন কামাল রুবেল, সমীর নাথ, আসাদুজ্জামান হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে আকর্ষণীয় মূল্যছাড়ে সিটি গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর স্বপ্ন্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে